Ridge Bangla

সর্বশেষ গাজায় ইসরায়েলের হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

israel attack gaza

ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত রয়েছে গাজায়। সোমবার (৭ এপ্রিল) ভোর থেকে চালানো সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে হামলা পুনরায় শুরুর পর থেকে ৪ লাখেরও বেশি মানুষ গাজায় বাস্তুচ্যুত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান আগ্রাসনে মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৭৫০ ছাড়িয়েছে। পাশাপাশি আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৭৫ জনে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টাতেই আহত হয়েছেন ১৩৭ জন।

ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকা অসংখ্য মানুষ এখনো উদ্ধার হয়নি, উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলা চলছে, তবুও থেমে নেই এ বর্বরতা।

বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েলের হামলা থামছে না। এই গণহত্যার বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে বিভিন্ন মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থা থেকে।

আরো পড়ুন