Ridge Bangla

পাল্লেকেলেতে ব্যাটিং ব্যর্থতায় ৯৯ রানে হারল বাংলাদেশ

তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরে ওয়ানডে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে টাইগাররা।

টস জিতে প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিসের দারুণ সেঞ্চুরি ও চারিথ আসালঙ্কার ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান করে লঙ্কানরা। জবাবে ৩৯.৪ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের শুরুতে কিছুটা চাপে ফেললেও মেন্ডিসের ১২৪ রানের দুর্দান্ত ইনিংসে ম্যাচের রঙ পাল্টে যায়। আসালঙ্কা করেন ৫৮ রান। শেষ দিকে হাসারাঙ্গা ও চামিরার ব্যাটে গতি পায় লঙ্কান ইনিংস।

বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। শুরুতেই ফিরেন তানজিদ ও শান্ত। পারভেজ ইমন, হৃদয় ও মিরাজ কিছুটা লড়লেও উইকেট ধরে রাখতে ব্যর্থ হয় বাকিরা। হৃদয় ৭৮ বলে ৫১ রান করলেও জয়ের পথে এগোতে পারেননি। শেষ ভরসা হয়ে দাঁড়ালেও চামিরার দুর্দান্ত ইনসুইংয়ে বোল্ড হয়ে ফিরলে শেষ হয়ে যায় বাংলাদেশের সব আশা।

শ্রীলঙ্কার পক্ষে চামিরা ও আসিথা ৩টি করে উইকেট নেন। হাসারাঙ্গা ও ওয়েলালাগে নেন ২টি করে উইকেট।

এই হারের পর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডারের ব্যর্থতা। সিরিজ জয়ে দারুণ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্বাগতিকরা।

আরো পড়ুন