Ridge Bangla

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, ১৫ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। মঙ্গলবার (৮ জুলাই) ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদির। নতুন করে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সালমান আগা।

চোটের কারণে ছিটকে গেছেন দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় শাদাব খান ও হারিস রউফ। কাঁধের সমস্যায় ভোগার পর যুক্তরাজ্যে সফল অস্ত্রোপচার হয়েছে শাদাবের, আর যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার সময় গ্রেড-১ হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন রউফ।

নতুন দলে প্রথমবার ডাক পেয়েছেন উদীয়মান পেসার সালমান মির্জা ও ব্যাটসম্যান আহমেদ দানিয়াল। পিএসএলের নবম আসরে মাত্র ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে নজর কাড়েন সালমান মির্জা। তার গড় ছিল ১৫.০০ ও ইকোনমি রেট ৯.৬৪।

সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকরা।

পাকিস্তান স্কোয়াড:
সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।

আরো পড়ুন