ছোটপর্দায় নতুন মুখ ও জুটির আগমনে দর্শক প্রতিনিয়ত পাচ্ছেন ভিন্ন অভিজ্ঞতা। সেই ধারায় এবার প্রথমবারের মতো জুটি বাধলেন তরুণ অভিনয়শিল্পী সাদ নাওভি ও ইন্দ্রানী নিশি। রুবেল আনুশ পরিচালিত বিশেষ রোমান্টিক-ট্র্যাজেডি নাটক ‘রূপ’-এর মাধ্যমে তারা একসঙ্গে অভিনয় করছেন।
নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত নিশি বলেন, “সবসময় স্বপ্ন দেখেছি এমন একটি চরিত্রে নিজেকে দেখার। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, দর্শকরাই বিচার করবেন।”
অন্যদিকে সাদ নাওভি বলেন, “গল্পটা দারুণ। নিশিও খুব সহযোগিতা করেছেন। তাই কাজটা ভালোভাবে করা গেছে।”
নির্মাতা রুবেল আনুশ জানান, “নাওভি ও নিশি দুজনেই দারুণ সম্ভাবনাময়। নিশিকে দেখে মনে হয়েছে মেথড অ্যাক্টিং করছে। আমি তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট। দর্শকও তাদের ভালোবাসবেন বলে বিশ্বাস।”
আব্রাহাম তামিমের লেখা এই নাটকে আরও রয়েছেন মনিরা আক্তার মিঠু। খুব শিগগিরই ‘রূপ’ নাটকটি এনটিভিতে প্রচারিত হবে। নাটকটি নিয়ে নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা অনেক, এখন দেখা যাক দর্শক কীভাবে গ্রহণ করেন নতুন এই রোমান্টিক জুটিকে।