জুলাই আন্দোলনে গণহত্যার দায় শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়, আওয়ামী লীগের দলীয়ভাবেও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতন, হত্যা ও গুমের সবচেয়ে বড় শিকার বিএনপি। গত বছর জুলাই-আগস্টে হাজার হাজার মানুষ হত্যার পর শেখ হাসিনা জনরোষে পদচ্যুত হয়ে ভারতের আশ্রয় নেন। কিন্তু আজও সেই গণহত্যার বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “জাতি এখন ন্যায়বিচার চায়। সরকারের দায়িত্ব হচ্ছে বিচার নিশ্চিত করা। শুধু শেখ হাসিনা নন, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া প্রয়োজন।”
নির্বাচন ও সংস্কারকে পরস্পরবিরোধী নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “জনগণ নির্বাচন চায়। সঠিক সময়ে নির্বাচন আয়োজন করে সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।”
সব রাজনৈতিক দলকে জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন চক্রকে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”