এই প্রজন্মের প্রতিভাবান সঙ্গীতশিল্পী মাহদীয়া ঈশাল ইতোমধ্যেই বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ‘আরটিভি ইয়ং স্টার ২০২৩’-এ প্রথম রানার আপ এবং একই বছর উত্তর আমেরিকার ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় চতুর্থ হয়ে নজর কাড়েন তিনি। সেই সাফল্যের ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশিত হয়েছে ঈশালের প্রথম একক মৌলিক গান ‘লাল নীল ভালোবাসা’, যা শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন শেখ সাদী খান এবং সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিংহ। ভিডিওটি নির্মাণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে, কোরিওগ্রাফি করেছেন ঈশালের মা রোকেয়া জাহান হাসি এবং ক্যামেরায় ছিলেন অ্যান্ড্রু বিরাজ। গানটি মুক্তি পেয়েছে ঈশালের নিজস্ব ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, আইটিউনস ও অ্যামাজন মিউজিকে।
ঈশাল বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর দশম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই গান ও নাচের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। সাত বছর বয়সে হাস্তাসারা পারফর্মিং আর্টস থেকে কর্ণাটিক সংগীতে হাতেখড়ি, এরপর সংগীতের তালিম নিয়েছেন উৎপল বড়ুয়া, নাসের চৌধুরী ও বাসার শিকদারের কাছে। নৃত্য, অভিনয় ও বেহালা বাজানোতেও তার দক্ষতা রয়েছে।
চাঁদপুরে পৈতৃক ভিটে হলেও ঈশালের জন্ম চট্টগ্রামে। তার বাবা মাহ্সাদুল আলম রূপম যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞ, আর মা রোকেয়া জাহান হাসিও পেশাগতভাবে যুক্ত। সম্প্রতি ঈশাল ও তার কয়েকজন বন্ধু মিলে ‘ল্যুমিনারি’ নামে একটি ব্যান্ড গঠন করেছেন, যেখানে তিনি লিড ভোকালিস্ট হিসেবে কাজ করছেন।
গানটি নিয়ে ঈশাল বলেন, “ছোটবেলা থেকেই গান-নাচের প্রতি ভালোবাসা। গানে গানে এই প্রজন্মের প্রতিনিধি হয়ে বিদেশের মাটিতে বাংলা গান ছড়িয়ে দিতে চাই। ‘লাল নীল ভালোবাসা’ থেকে যে সাড়া পেয়েছি, তা আমাকে আরও মৌলিক গান করার অনুপ্রেরণা দিচ্ছে। স্বপ্ন, যেখানেই বাংলা গানের শ্রোতা আছে, সেখানেই পৌঁছাক আমার কণ্ঠ।”