Ridge Bangla

জুলকারনাইন সায়েরের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

অনুসন্ধানী বাংলাদেশি সাংবাদিক ও মানবাধিকারকর্মী জুলকারনাইন সায়ের খান ওরফে সামি জানিয়েছেন, তার পরিচয় ব্যবহার করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের ফোন করে কেউ কেউ অনৈতিক সুবিধা দাবি করছে এবং হুমকিও দিচ্ছে। এমন খবর প্রকাশ্যে আসার পর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে তিনি লিখেছেন, “সম্প্রতি জেনেছি, কিছু প্রতারক আমার নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে অনৈতিক সুযোগ নিচ্ছে এবং ভয় দেখাচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই এবং ভবিষ্যতেও থাকবো না।”

তিনি জানান, তার সঙ্গে যোগাযোগের নির্ধারিত কিছু মাধ্যম রয়েছে। এর বাইরে কোনোভাবে যোগাযোগের দাবি করা হলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি। “আমি একটি মোবাইল নম্বর, দুটি হোয়াটসঅ্যাপ নম্বর ও দুটি সিগন্যাল আইডি ব্যবহার করি। এগুলো ছাড়া অন্য কোনো মাধ্যম নেই,” জানিয়েছেন জুলকারনাইন সায়ের।

তার ব্যবহৃত যোগাযোগ মাধ্যমগুলো হলো:

  • হোয়াটসঅ্যাপ: +44 7796 101276 ও +44 7457 404238
  • সিগন্যাল আইডি: ZSK.01 ও +36 70 772 3819

এছাড়া পেশাগত কাজে ব্যবহৃত ই-মেইল অ্যাড্রেস ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল লিংকগুলো তার ফেসবুক প্রোফাইলের ‘অ্যাবাউট মি’ অংশে দেওয়া রয়েছে বলে জানিয়েছেন তিনি।

জুলকারনাইন সায়ের আরও লেখেন, “আমি কখনোই কোন ব্যক্তি, প্রতিষ্ঠানের কাছে কোন রকমের অনৈতিক সুবিধা দাবি করবোনা — ভয়ভীতি প্রদর্শন করবোনা। আমার কোন ব্যক্তিগত প্রতিনিধি বা সহযোগী নেই। সুতরাং যদি কেউ এমন কিছু দাবি করে, তাহলে অনুগ্রহ করে; তাকে/তাদেরকে আটকে বা শনাক্ত করে নিকটস্থ নিরাপত্তা সংস্থাকে অবহিত করবেন। প্রতারক-শঠ’দের এহেন কার্যকলাপের জন্যে আমি কোনোভাবেই দায়বদ্ধ থাকবোনা।”

আরো পড়ুন