Ridge Bangla

হাওরের মানুষের সুরক্ষায় ভাসমান হাসপাতাল স্থাপন করা হবে: পরিবেশ উপদেষ্টা

হাওর অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “আমরা চিন্তাভাবনা করছি কীভাবে হাওরে ভাসমান হাসপাতালের মাধ্যমে মানুষকে চিকিৎসাসেবা দেওয়া যায়। এ বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা চলছে।

প্রসঙ্গত, দেশের হাওর অঞ্চলে প্রায় এক কোটি মানুষ বসবাস করে। বর্ষা মৌসুমে প্রতি বছর এ অঞ্চলের মানুষ পানিবন্দি অবস্থায় পড়ে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। সংশ্লিষ্টদের মতে, ভাসমান হাসপাতাল চালু হলে তা শুধু হাওরের জন্য নয়, বরং দেশের অন্যান্য দুর্যোগপ্রবণ এলাকার জন্যও একটি রোল মডেল হয়ে উঠবে।

আরো পড়ুন