Ridge Bangla

‘কে লিংক’ নামে কণার গানের দলের যাত্রা শুরু

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা নিজের সংগীতজীবনে নতুন মাইলফলক যোগ করেছেন। নাটক, সিনেমা, একক অ্যালবাম ও স্টেজ শোতে দীর্ঘদিন সফলভাবে গান গাওয়ার পর এবার তিনি গঠন করেছেন নিজের গানের দল—‘কে লিংক’। ছয় সদস্যের এই ব্যান্ডের মাধ্যমে তিনি স্টেজ পারফরম্যান্সে ভিন্নমাত্রা যোগ করতে চান।

সম্প্রতি ‘কে লিংক’ ব্যান্ড প্রথমবারের মতো বিদেশে সিঙ্গাপুরে একটি কনসার্টে অংশগ্রহণ করেছে। দলটি নিয়ে উচ্ছ্বসিত কণা বলেন, “স্টেজ শোতে যদি নিজের একটি দল থাকে, তাহলে বোঝাপড়াটা সহজ হয়, কাজের মানও ভালো আসে। অনেকদিন ধরেই এমন একটি দলের কথা ভাবছিলাম, অবশেষে সেটা গড়ে তুলতে পেরেছি।”

এই দলের মাধ্যমে শুধু স্টেজ শো নয়, মৌলিক গান তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান কণা। তিনি বলেন, “দল নিয়ে মৌলিক গান করার পরিকল্পনা আছে। সিঙ্গাপুর থেকে ফিরেই সেই কাজগুলো শুরু করব। দর্শক-শ্রোতাদের জন্য নতুন কিছু উপহার দিতে চাই।”

উল্লেখ্য, কণা প্লেব্যাক, একক অ্যালবাম ও অসংখ্য স্টেজ শোতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এবার ‘কে লিংক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতের পরিধি আরও বাড়ানোর পথে হাঁটছেন তিনি। নতুন এই উদ্যোগে কণার সংগীতে ভিন্ন এক স্বাদ পেতে যাচ্ছেন সঙ্গীতপ্রেমীরা।

আরো পড়ুন