Ridge Bangla

কয়লা খনির পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে শিশুর হাত বিচ্ছিন্ন, তদন্ত কমিটি গঠন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে ইলিয়াস হোসেন (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, খনির চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে ইলিয়াস খেলতে গিয়ে কয়লা খনির ইয়ার্ড এলাকায় কয়েকটি পরিত্যক্ত ডেটোনেটর কুড়িয়ে পায়। পরে সে সেগুলো বাড়িতে নিয়ে মোবাইল ব্যাটারির সঙ্গে সংযুক্ত করলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

ইলিয়াসের পরিবারের দাবি, কয়লা উত্তোলনের সময় খনির ভেতরে ব্যবহৃত অবিস্ফোরিত ডেটোনেটরগুলো কয়লার সঙ্গে ফেলে দেওয়া হয় এবং সেগুলো আলাদা না করে পরিত্যক্ত কয়লার স্তুপে রেখে দেওয়া হয়। এ কারণে প্রায়ই শিশুরা সেগুলো কুড়িয়ে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।

বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আহত শিশুর চিকিৎসা ও তার পরিবারের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। খনির একজন কর্মকর্তা বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ভবিষ্যতে রোধে আরও সতর্কতা অবলম্বন করা হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পরিত্যক্ত বিস্ফোরক দ্রব্য সরিয়ে ফেলার দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

আরো পড়ুন