ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সম্প্রতি ‘মা হচ্ছি’ বলে ভক্তদের চমকে দেন। তার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা-কল্পনা—অন্তঃসত্ত্বা হয়েছেন অঙ্কিতা? তবে বিষয়টির পেছনের সত্যটি ভিন্ন।
সম্প্রতি প্রচারিত একটি রিয়েলিটি শো ‘লাফটার শেফ’-এর মঞ্চে মজার ছলেই অঙ্কিতা বলে ওঠেন, “হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা।” মুহূর্তেই সেই মন্তব্য ভাইরাল হয়ে যায়, আর নেটিজেনরা শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেন।
পরে নিজেদের ইউটিউব ভ্লগে এসে অঙ্কিতা ও তার স্বামী ভিকি জৈন জানান, এটি ছিল নিছকই একটি রসিকতা। ভিকি বলেন, “অনেক দিন ধরেই শুনছি—কবে আসছে সন্তান? শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, আত্মীয়স্বজনরাও জিজ্ঞেস করেন।” তখনই অঙ্কিতা হেসে বলেন, “একই প্রশ্ন শুনে শুনে বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই শোতে মজা করেই কথাটা বলেছি।”
তবে অঙ্কিতা জানান, পরিবারে নতুন অতিথির আগমনের পরিকল্পনা তারা করছেন এবং সময় হলে সবাইকে জানাবেন। এখনই মা হওয়ার খবর না থাকলেও, তাদের বক্তব্যে ভবিষ্যতে এমন সম্ভাবনার আভাস মিলেছে।
উল্লেখ্য, ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা লোখান্ডে। তাদের জুটি বিভিন্ন টেলিভিশন শো ও সামাজিক মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ‘বিগ বস ১৬’-এও এই জুটির রসায়ন নজর কাড়ে দর্শকের।
ফলে আপাতত অঙ্কিতা-ভিকির ভক্তদের সেই বহু প্রতীক্ষিত সুখবরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে।