Ridge Bangla

টপের উপর অন্তর্বাস পরে ট্রলড নেহা কক্কর

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর আবারও সমালোচনার মুখে পড়েছেন, এবার তাঁর পোশাক নিয়ে। একাধিকবার আবেগপ্রবণ আচরণ ও শোতে দেরি করে পৌঁছানোর জন্য সমালোচিত নেহা এবার খবরের শিরোনামে এসেছেন ‘অদ্ভুত’ ফ্যাশন সেন্সের কারণে।

সম্প্রতি বিদেশ সফরে একটি শো করতে গিয়ে যথাসময়ে না পৌঁছানোর কারণে দর্শকদের ঘণ্টাখানেক অপেক্ষা করান তিনি, যা নিয়ে আগে থেকেই সমালোচনার ঝড় বইছিল। এর মধ্যেই ভাইরাল হয় নেহার একটি ছবি, যেখানে দেখা যায়, তিনি সাদা ক্রপ টপের উপরেই পরে আছেন নীল রঙের অন্তর্বাস। পরনে রয়েছে ট্র্যাক প্যান্ট, যার নিচ থেকেও রঙিন জিম অন্তর্বাস আংশিক দৃশ্যমান। চোখে রোদচশমা ও মুখে হাসি নিয়ে পোস্ট করা এই ছবিটি নিয়েই শুরু হয় ট্রোলিং।

সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, “অন্তর্বাস যদি দেখাতেই হয়, তাহলে আর পোশাক পরে কী হবে?”, “এ কোন দুনিয়ার ফ্যাশন?”, “লেডি সুপারম্যান মনে হয়!” আবার কেউ ঠাট্টা করে মন্তব্য করেছেন, “এত ট্রোল করবেন না, আবার কেঁদে ফেলবে!”

তবে একাংশ নেটিজেন নেহার পক্ষেও কথা বলেছেন। তাদের মতে, কার কী পোশাক পরবে, তা সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা। একজন লিখেছেন, “যেটা তার ভালো লেগেছে, সেটাই পরেছেন। এতে দোষের কী?”

সব মিলিয়ে ফ্যাশন স্টেটমেন্ট হোক বা রসিকতা—নেহা কক্কর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। যদিও নেহার ঘনিষ্ঠজনেরা ছবির নিচে ভালোবাসা জানিয়ে সমালোচনাকে পাত্তা না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

আরো পড়ুন