Ridge Bangla

পাবনায় তীব্র ভাঙনে হুমকিতে নাজিরগঞ্জ ফেরিঘাট

উজানের পানির চাপ বাড়ার কারণে পদ্মা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে পাবনার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায়। ঘাটটি দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে থাকায় যেকোনো সময় এটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। তীর রক্ষা ব্যবস্থা না থাকায় নদীপাড়ের শত শত মানুষও পড়েছেন চরম আতঙ্কে।

সরেজমিনে দেখা গেছে, ফেরিঘাটের মূল পল্টুনের কাছ থেকে বড় বড় মাটি ও স্থাপনা ভেঙে নদীতে পড়ছে। ঘাট এলাকা থেকে কয়েক কিলোমিটার জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। ঘাটের একেবারে পাশেই রয়েছে নদীপাড়ের মানুষের বসতবাড়ি। স্থানীয়রা বলছেন, ভাঙন চলতে থাকলে তাদের ঘরবাড়ি নদীতে হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।

নদীপাড়ের এক বাসিন্দা অভিযোগ করেন, “পশ্চিম পাশে ব্লক দিয়ে তীর রক্ষা করা হলেও পূর্বপাশে কিছুই করা হয়নি। এবার ভাঙন এত ভয়াবহ যে দিনদিন ঘরবাড়ি হারানোর ভয় কাজ করছে। আমরা শুধু তীর রক্ষার দাবি জানাচ্ছি।”

বিআইডব্লিউটিএ’র পোর্ট অফিসার তোফাজ্জল হোসেন জানান, ঘাটের জমি এখনো তাদের কাছে হস্তান্তর না হওয়ায় তারা কোনো উন্নয়ন কাজ করতে পারছেন না। তিনি বলেন, “ইউএনও ও ডিসি আমাদের জমি বুঝিয়ে দেননি। এভাবে ভাঙলে পল্টনও সরিয়ে নিতে হবে।”

অন্যদিকে, ইউএনও জানিয়েছেন, স্থানীয়দের আপত্তির কারণে জমি হস্তান্তর সম্ভব হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করছে বলে জানান তিনি।

উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, শুষ্ক মৌসুমে নদী শাসন ও তীর সংরক্ষণ কার্যক্রম না থাকা এবং অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের কারণেই এই ভাঙন সৃষ্টি হয়েছে।

নদীপাড়ের মানুষ দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন