ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সরব। সম্প্রতি তিনি ছুটি কাটাতে গেছেন শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের পর্যটনকেন্দ্র মিরিসায় এবং সেখানে গিয়ে পূরণ করেছেন নিজের বহু দিনের একটি স্বপ্ন—ভ্রমণ করেছেন বিখ্যাত কোকোনাট হিল।
সামুদ্রিক দৃশ্য, সারি সারি নারিকেল গাছ আর নীল আকাশের নিচে কোকোনাট হিলের মনোমুগ্ধকর সৌন্দর্যে আবেগে আপ্লুত হয়ে পড়েন ফারিয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেখানকার কিছু ছবি শেয়ার করেছেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রপাড়ে কালো পোশাক পরা, কাঁধে ব্যাগ ঝোলানো এক সহজ সাজের ফারিয়া মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন।
ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের ভালোবাসায় কমেন্ট বক্স ভরে ওঠে। কেউ লিখেছেন, “আমার প্রিয় অভিনেত্রী, আপনি এখন নাটকে কাজ করছেন না কেন?”, কেউ আবার মন্তব্য করেছেন, “সুন্দর জায়গায় আরও সুন্দর মানুষ।”
কোকোনাট হিল নিয়ে আবেগমাখা ক্যাপশনে ফারিয়া লিখেছেন, “একটা স্বপ্নের জায়গা ‘কোকোনাট হিল, মিরিসা’। যেখানে আকাশ সোনালি আভায় জ্বলে ওঠে, নারিকেল গাছেরা বাতাসে গোপন কথা বলে আর সূর্য ধীরে ধীরে হারিয়ে যায় সেই অসীম নীলের মাঝে।”
এই ভ্রমণকে নিজের স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করে তিনি আরও লেখেন, “আরেকটা স্বপ্ন পূরণ হলো। তালিকা থেকে মুছে ফেলেছি ঠিকই, কিন্তু হৃদয়ে গেঁথে রইল চিরদিনের মতো।”