পর্দায় প্রাণ পেতে চলেছে শশী, কুসুম ও কুমুদের জটিল সম্পর্কের গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ মুক্তি পাচ্ছে আগামী ১ আগস্ট ভারতে। সিনেমাটি পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা নির্মাতা সুমন মুখোপাধ্যায়, আর কুসুম চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
গত রোববার প্রযোজনা সংস্থা ক্যালাইডোস্কোপ তাদের ইনস্টাগ্রামে সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করে। এই সিনেমাটি নির্মিত হয়েছে উপন্যাসটির প্রথম প্রকাশের ৯০ বছর পূর্তি উপলক্ষে। ১৯৩৫ সালে ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস।
পরিচালক সুমন মুখোপাধ্যায়ের জন্য এটি একটি আবেগের প্রজেক্ট। তিনি জানান, ছোটবেলায় তার বাবা অরুণ মুখোপাধ্যায়কে এই উপন্যাসের নাট্যরূপ দিতে দেখেছিলেন। সেই থেকে বড় পর্দায় এই গল্প আনার স্বপ্ন তার।
কুসুম চরিত্র নিয়ে জয়া আহসান বলেন, “কুসুম ২৩ বছরের এক রহস্যময় তরুণী। তার মধ্যে রয়েছে খামখেয়ালিপনা ও খাপছাড়া স্বভাব। চরিত্রটি করতে গিয়ে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়েছে।”
সিনেমায় শশী চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, যিনি জয়ার সঙ্গে এর আগেও ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ ছবিতে অভিনয় করেছেন। কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আরও আছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই। সিনেমাটি প্রযোজনা করেছেন সমীরণ দাস।
এদিকে, জয়া আহসান অভিনীত আরেকটি সিনেমা ‘ডিয়ার মা’ মুক্তি পাচ্ছে ১৮ জুলাই, যেটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। দুই সিনেমা ঘিরেই দর্শকদের মধ্যে এখন প্রবল আগ্রহ।