Ridge Bangla

২০ বছরের নায়িকার সঙ্গে রণবীরের রোমান্স, কে এই সারা?

বয়সের ব্যবধান নিয়ে বলিউডে জুটি গড়া এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সালমান খান-রাশমিকা মান্দানা, আমির খান-জেনেলিয়ার পর এবার সেই তালিকায় যুক্ত হলেন রণবীর সিং। সম্প্রতি প্রকাশিত হয়েছে রণবীর সিং ও সারা অর্জুন অভিনীত ছবি ‘ধুরন্ধর’-এর টিজার। টিজারে রণবীরের পারফরম্যান্স যেমন প্রশংসিত হয়েছে, তেমনি আলোচনায় উঠে এসেছেন তার ২০ বছর বয়সী সহঅভিনেত্রী সারা অর্জুন।

রণবীরের বয়স যেখানে ৪০, সেখানে সারার বয়স মাত্র ২০—এই বয়সের ফারাক নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তবে দক্ষিণী চলচ্চিত্রপ্রেমীদের কাছে সারা অর্জুন নতুন মুখ নন। শিশুশিল্পী হিসেবে তিনি ছোটবেলা থেকেই পরিচিত, এবং নানা ভাষার ছবিতে কাজ করে পেয়েছেন আলাদা পরিচিতি।

সারা অর্জুন দক্ষিণী অভিনেতা জয় অর্জুনের কন্যা। মাত্র ৬ বছর বয়সে তামিল ছবি ‘দেইভা থিরুমঙ্গলম’-এ অভিনয় করে নজর কাড়েন। একই বছর তিনি বলিউডের ‘৪০৪’ ছবিতেও অভিনয় করেন। এরপর একে একে ‘এক থি ডায়েন’, ‘জয় হো’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লাভ হোস্টেল’ ও ‘পোনইন সেলভান’-এ অভিনয় করেন। বিশেষ করে ঐশ্বরিয়া রাইয়ের কিশোরী রূপে ‘পোনইন সেলভান’-এ তার অভিনয় দারুণ প্রশংসা কুড়ায়।

রণবীর-সারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ছবি মুক্তির আগেই আলোচনার ঝড় উঠেছে। যদিও এখনো স্পষ্ট নয়, ছবিতে সারার চরিত্র কতটা গুরুত্বপূর্ণ। তবে বয়সের ব্যবধান উপেক্ষা করে পর্দায় তাদের রসায়ন কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিটি মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর।

আরো পড়ুন