Ridge Bangla

“যারা সংস্কার ঠেকাচ্ছে, তারাই নির্বাচন পেছাতে চায়”: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের আকাশে রাজনৈতিক সংকট ঘনিয়ে আসছে। তিনি অভিযোগ করেন, “আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই। আসলে নির্বাচন তারাই পিছিয়ে দিতে চায়, যারা সংস্কার ঠেকাচ্ছে। আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের কথা বলে গণতান্ত্রিক বিরোধী অবস্থান নিয়েছেন।”

সোমবার (৭ জুলাই) পাবনার শহীদ চত্বরে এনসিপির জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ভারতের ‘যড়যন্ত্র’ এবং দেশের কিছু গণমাধ্যমের ভূমিকারও তীব্র সমালোচনা করে হাসনাত বলেন, “আমাদের অভ্যুত্থানকে যারা আইনবহির্ভূত বলছেন, তারা আসলে নতুন করে মুজিববাদের ঠিকাদারি নিচ্ছেন। আমাদের সতর্ক থাকতে হবে। বসুন্ধরা মালিকানাধীন মিডিয়া হাউসগুলো মাফিয়াতন্ত্র কায়েমের চেষ্টা করছে। আমরা পিছিয়ে যাব না, এই মিডিয়া সংস্কার করেই ছাড়বো।”

তিনি জানান, আগামী ৩ আগস্ট শহীদ মিনার থেকে ‘জুলাই ঘোষণাপত্রের দাবিতে চল চল ঢাকা চল’ কর্মসূচি পালন করা হবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন—

  • দলের আহ্বায়ক নাহিদ ইসলাম

  • সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব

  • মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

  • উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

  • সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ

নেতারা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সংস্কারের কোনো বিকল্প নেই। নির্বাচন ও রাজনীতি থেকে মাফিয়াতন্ত্রকে হটিয়ে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠাই এনসিপির লক্ষ্য।

আরো পড়ুন