Ridge Bangla

মুক্তিযুদ্ধের ইতিহাস নিরপেক্ষভাবে উপস্থাপনের নির্দেশ প্রধান উপদেষ্টার

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নিরপেক্ষভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে কোনো ধরনের পক্ষপাতিত্ব না রেখে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য ও বীরদের সাহসিকতার বর্ণনা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

সোমবার (৭ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৈঠকে উপদেষ্টা ফারুক ই আজম অভিযোগ করে বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অবকাঠামোতে বিভ্রান্তিকর ইতিহাস উপস্থাপন করা হয়েছে। এসব স্থাপনায় মুক্তিযোদ্ধাদের যুদ্ধক্ষেত্র বা রণাঙ্গনের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি বরং একটি নির্দিষ্ট পরিবারের ছবি ও ব্যক্তিগত সরঞ্জামের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ শীর্ষক একটি গবেষণা প্রকল্পে ২৩ কোটি টাকা বরাদ্দ থাকলেও কার্যত কোনো গুরুত্বপূর্ণ গবেষণা হয়নি। এছাড়া তিনি অভিযোগ করেন, আগের সরকার মুক্তিযোদ্ধাদের দলীয়করণের মাধ্যমে এক বিশেষ সুবিধাভোগী শ্রেণিতে পরিণত করেছিল। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীন বহু মূল্যবান সম্পদ থেকেও রাষ্ট্র সঠিকভাবে উপকৃত হয়নি।

এ পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নির্দেশ দেন—

  • মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীন থাকা সম্পদ সঠিকভাবে ব্যবহারের জন্য দ্রুত একজন পরামর্শক নিয়োগ দিতে

  • এবং একটি কার্যকর কমিটি গঠন করতে

তিনি হুঁশিয়ার করে বলেন, “মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস সংরক্ষণে কোনো অবহেলা বরদাশত করা হবে না।”

আরো পড়ুন