Ridge Bangla

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক জান্তা-বিরোধী দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এই সহিংসতায় প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ পার হয়ে গেছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে ভারতের কর্তৃপক্ষের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে।

ভারতের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা জানান, গত ২ জুলাই মিয়ানমারের চিন রাজ্যে কৌশলগত কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়ে চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (CNDF) এবং চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালংরাম (CDF-H) এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর থেকেই সীমান্ত পেরিয়ে হাজার হাজার মানুষ মিজোরামে প্রবেশ করছেন।

মিজোরামের স্বরাষ্ট্র সচিব ভানলালমাউইয়া এএফপিকে জানান, শরণার্থীরা দীর্ঘ ঘন বনাঞ্চল পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন। যাদের আত্মীয়-স্বজন ভারতে আছেন, তারা তাদের বাড়িতেই আশ্রয় নিচ্ছেন। অন্যদের কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে। উল্লেখ্য, মিজোরাম ইতোমধ্যেই মিয়ানমারের ৩০ হাজারের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপদাঙ্গা জানান, গত কয়েক দিনে নতুন করে প্রায় ৩ থেকে ৪ হাজার শরণার্থী রাজ্যে ঢুকেছেন। তিনি বলেন, “চিন রাজ্যের সংঘর্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানবিক দিক বিবেচনায় আমরা তাদের পানি, খাবার ও আশ্রয় দিতে বাধ্য হয়েছি।”

তিনি আরও জানান, শুরুতে অল্প সংখ্যক মানুষ এসেছিল, কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শরণার্থীর সংখ্যা বাড়তে থাকে।

মিয়ানমারের জান্তা সরকারের একজন মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

আরো পড়ুন