Ridge Bangla

সকালের মধ্যে সাতটি জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া এবং মাঝারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৯ জুলাই) সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলাগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যেতে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়, এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সাত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া দপ্তর আরও জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।

এই অবস্থায় বুধবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে, আজ ফেনীতে ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়া পটুয়াখালীতে ২৪৮ মিলিমিটার, নোয়াখালীতে ১৮৯ মিলিমিটার এবং সন্দ্বীপে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং নদীবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।

আরো পড়ুন