Ridge Bangla

সৌদি আরবে মাদক মামলায় মৃত্যুদণ্ডের ভয়াবহ বৃদ্ধি, অধিকাংশ বিদেশি নাগরিক

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সৌদি আরবে মাদক সংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের হার গত দশকে আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত প্রায় ৬০০ জনের প্রাণদণ্ড কার্যকর হয়েছে, যাদের মধ্যে প্রায় তিন-চতুর্থাংশই বিদেশি নাগরিক। পাকিস্তান, সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া এবং মিসরের নাগরিকদের ওপরেই মূলত এই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

২০২১ ও ২০২২ সালে মৃত্যুদণ্ড কার্যকরে স্বল্পমেয়াদী বিরতির পর ২০২৪ সালে আবার মৃত্যুদণ্ডের হার বেড়েছে। চলতি বছরে জুন পর্যন্ত ১২২ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এবং আরও ১১৮ জনকে দণ্ড কার্যকর করা হয়েছে বলে অ্যামনেস্টির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য গবেষক ডানা আহমেদ বলেন, “বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দুর্বল প্রমাণ ও অন্যায্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এটি মানব জীবনের প্রতি নিষ্ঠুর উদাসীনতা প্রদর্শনের এক জ্বলন্ত উদাহরণ।”

প্রতিবেদনে আরও জানানো হয়, বহু বিদেশিকে কাজের প্রলোভন দেখিয়ে সৌদি আরবে আনা হয় এবং পরে প্রতারণার মাধ্যমে তাদের মাদক পাচারে ব্যবহার করা হয়। এই মানবপাচারচক্রের ফাঁদে পড়ে তারা মৃত্যুদণ্ডের মতো ভয়াবহ পরিণতির শিকার হচ্ছেন।

অ্যামনেস্টি আন্তর্জাতিক সম্প্রদায়কে সৌদি আরবের এসব কার্যক্রমের বিরুদ্ধে সরব ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। তবে সৌদি আরবের জ্বালানি সম্পদ এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রভাবের কারণে বিষয়টি আন্তর্জাতিক মহলে অনেক সময়ই উপেক্ষিত থেকে যায়।

আরো পড়ুন