বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া আরও তিনটি মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কাইমুল হক রিংকু।
তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের হওয়া মামলাগুলো বাতিলের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয় মামলা তিনটি প্রত্যাহারের নির্দেশ দেয়। এর ফলে চৌদ্দগ্রাম থানায় খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আর কোনো মামলা নেই।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় বাসে পেট্রোল বোমা হামলায় আটজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার ওসি নুরুজ্জামান হাওলাদার। মামলায় খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়।
আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন বাস্তবতায় মামলার শুনানি চলাকালে খালেদা জিয়ার সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিচারক সফিকুল ইসলাম তার বিরুদ্ধে মামলা বাতিলের আদেশ দেন। আদালতের রায়ে বলা হয়, ঘটনার সময় খালেদা জিয়া গুলশানের বাসায় পুলিশি অবরোধের মধ্যে ছিলেন, ফলে ঘটনাস্থলে উপস্থিত থাকার কোনো সুযোগ ছিল না।
আইনজীবী কাইমুল হক বলেন, “দীর্ঘদিন ধরে মামলাগুলো রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছিল। আদালতের মাধ্যমে প্রমাণ হলো, এসব ছিল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ।”