Ridge Bangla

টানা বৃষ্টিতে ভোগান্তি, আরও কয়েকদিন থাকতে পারে

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে সোমবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত জনজীবনে মারাত্মক ভোগান্তির সৃষ্টি করেছে। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও আবার ভারী বৃষ্টির কারণে সড়কপথে যান চলাচল ব্যাহত হচ্ছে, অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে, যার প্রভাবে দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে। একই সময়ে ফেনী জেলায় সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

দক্ষিণাঞ্চলের কিছু অঞ্চলে মাঝারি থেকে অতিভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা এবং ঢাকাসহ বড় শহরগুলোতে সাময়িক জলাবদ্ধতার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অব্যাহত বর্ষণে দেশের কিছু নদ-নদীর পানি বেড়ে যাওয়ার পাশাপাশি নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ধসের মতো দুর্যোগ দেখা দিতে পারে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।

আরো পড়ুন