রজনীকান্তের আসন্ন বহুল আলোচিত সিনেমা ‘কুলি’-তে অভিনয় করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান—এই খবর দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো আমির খানের ফার্স্ট লুক পোস্টার। আর প্রথম ঝলকেই দর্শকদের মনে উত্তেজনার ঝড় তুলেছেন তিনি।
অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার পোস্টারে আমির খানকে দেখা গেছে একেবারে নতুন রূপে—চোখে সানগ্লাস, ঠোঁটে চুরুট, মুখভঙ্গিমায় দাপুটে এবং আত্মবিশ্বাসী এক চরিত্রে। এমন তীক্ষ্ণ ও প্রভাবশালী উপস্থিতি তার ভক্তদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। যদিও ধারণা করা হচ্ছে চরিত্রটি ক্যামিও, তবে গল্পের মোড়ে এই চরিত্রের গুরুত্ব থাকবে বিশাল।
ফার্স্ট লুক প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসতে শুরু করেছেন আমির খান। কেউ লিখেছেন, “বহু প্রতীক্ষিত চরিত্র অবশেষে সামনে এল,” আবার কেউ মন্তব্য করেছেন, “মিস্টার পারফেকশনিস্ট লোকেশ কানাগরাজের পরিচালনায়—এটা সত্যিই এক ড্রিম কম্বিনেশন।”
‘কুলি’ পরিচালনা করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা লোকেশ কানাগরাজ। প্রায় ৩৭৫ কোটি রুপি বাজেটের এই ছবি হতে যাচ্ছে ২০২৫ সালের অন্যতম বড় বাজেটের ভারতীয় চলচ্চিত্র। ছবির মূল চরিত্রে থাকছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাগার্জুনা, উপেন্দ্র এবং শ্রুতি হাসান।
দক্ষিণ ও বলিউডের তারকাবহুল এই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘কুলি’ মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট। তার আগেই প্রচারণার প্রথম ধাপেই বাজিমাত করেছেন আমির খান।
ভক্তরা এখন অধীর অপেক্ষায় রয়েছেন রজনীকান্ত ও আমির খানের এই অসাধারণ যুগলবন্দী বড়পর্দায় দেখার জন্য।