‘সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট’ ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা ছাড়াও একই দিনে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে এই কনসার্ট আয়োজন করা হবে। শুক্রবার (১১ এপ্রিল) ধর্মপ্রাণ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন হওয়ায় এবং ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানোয় সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, গাজা ও রাফায় ইসরায়েল যে নৃশংস হামলা চালিয়েছে, তার বিরুদ্ধে সংহতি জানাতেই এই পরিবর্তন। তিনি বলেন, “এই মুহূর্তে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন প্রথম এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা আজ সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি।”
বিশ্বব্যাপী চলমান ‘‘The World Stops for Gaza’’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শিল্পীরাও এই আয়োজনে সংহতি জানিয়েছেন। ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’-এর লক্ষ্য হলো বাংলাদেশের গান, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা। এতে স্থানীয়ভাবে আঞ্চলিক গানও পরিবেশন করা হবে। সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই আয়োজন করা হচ্ছে।