Ridge Bangla

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তামিম ইকবাল

তামিম ইকবাল

সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সোমবার (৭ এপ্রিল) রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচের আগে হৃদরোগে আক্রান্ত হন তামিম। তাৎক্ষণিকভাবে তাকে বিকেএসপির কাছাকাছি কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হার্টে ব্লক ধরা পড়ায় জরুরি ভিত্তিতে একটি রিং পরানো হয়। এরপর তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

চিকিৎসা শেষে ২৮ মার্চ বাসায় ফেরেন তামিম। তখনই জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী কয়েক দিন আগেই জানান, তামিমকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নির্দিষ্ট তারিখ তখন জানানো হয়নি। অবশেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার রাতে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে তামিমকে।

আরো পড়ুন