Ridge Bangla

কারিনাকে গোপনে বিয়ে করেছিলেন রণবীর কাপুর!

বলিউডের রাজকীয় কাপুর পরিবার মানেই গ্ল্যামার, আলো আর রহস্যে মোড়া গল্পের সম্ভার। রাজ কাপুর-নার্গিসের প্রেম থেকে শুরু করে ঋষি কাপুর ও নিতু সিংয়ের সম্পর্ক, কিংবা কারিশমা ও কারিনা কাপুরের জীবনের নানা অধ্যায়—সবই বারবার এসেছে শিরোনামে। আর এই পরিবারের তরুণ প্রজন্মের মধ্য থেকে রণবীর কাপুর যেন সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন।

রণবীরের প্রেমজীবন নিয়ে বলিউডে বহু আলোচনা হয়েছে। সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন কিংবা ক্যাটরিনা কাইফ—প্রায় সব নামই কোনো না কোনো সময় রণবীরের সঙ্গে জড়িয়েছে। তবে বর্তমানে তিনি স্ত্রী আলিয়া ভাট ও কন্যাকে নিয়ে গড়ে তুলেছেন সুখী পরিবার।

সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে রণবীর কাপুর ফাঁস করলেন তার ছোটবেলার এক ‘গোপন বিয়ের’ গল্প, যার কেন্দ্রবিন্দু ছিলেন আরেক কাপুর পরিবারের সদস্য কারিনা কাপুর। ছোটবেলায় রান্নাবাটি খেলতে গিয়ে কারিনাকে বিয়ে করেছিলেন রণবীর!

পডকাস্টে রণবীর বলেন, “আমরা তিনজনে খেলতাম—রিধিমা হতেন আমার মা, আর কারিনা হতেন আমার বউ। একদিন খেলতে খেলতে মায়ের (নিতু সিং) ড্রেসিং টেবিল থেকে লিপস্টিক এনে কারিনার সিঁথিতে সিঁদুর দিই।” রণবীরের বোন রিধিমা তখন ছাদনাতলারও আয়োজন করে দিয়েছিলেন।

এই স্মৃতিচারণ শুনে কারিনা হেসে বলেন, “ভাগ্যিস আমার কিছু মনে নেই! নাহলে বেশ ঝামেলায় পড়তাম।” উত্তরে রণবীর বলেন, “ছোটবেলায় এমন অনেক কিছুই করি, যা পরে মনে পড়লে শুধু হাসিই পায়। এসব কিছুর মধ্যে কোনো জটিলতা থাকে না—শুধু মধুর স্মৃতি হয়ে থাকে।”

রণবীরের মুখে এই কিউট কাহিনি শুনে ভক্তরাও বেশ আনন্দিত। বলিউডের রাজকীয় পরিবারের এমন মজার স্মৃতি যে সত্যিই সম্ভব, তা জানার পর অনেকেই বলেছেন—এই পরিবারে গল্প যেন কখনো ফুরোয় না।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩৯

আরো পড়ুন