Ridge Bangla

তৃপ্তির জীবনে দুই জোয়ার

বলিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী তৃপ্তি দিমরি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি ধড়ক ২, অন্যদিকে ব্যক্তিগত জীবনে প্রেমের গুঞ্জন—সব মিলিয়ে তৃপ্তির জীবন যেন রোমাঞ্চ আর গ্ল্যামারে পূর্ণ হয়ে উঠেছে।

সম্প্রতি সিনেমার প্রচারের ফাঁকে তৃপ্তি ছুটি কাটাতে গিয়েছিলেন এবং সেই সময়ের কিছু ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যায়, গোলাপি মনোকিনিতে সুইমিংপুলে সময় কাটাচ্ছেন তিনি। তবে যা সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হলো—এই ছবিগুলিতে তিনি ট্যাগ করেছেন তার কথিত প্রেমিক স্যাম মার্চেন্ট এবং তার বিলাসবহুল রিসোর্ট Casa Waters-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে।

পরে সবুজে ঘেরা হোটেল রুম থেকে একটি ছবি পোস্ট করে তৃপ্তি লেখেন, “The face of peace”—এই ক্যাপশন ও লোকেশন নির্বাচন সম্পর্কের গুঞ্জন আরও জোরালো করেছে। স্যাম মার্চেন্ট নিজেও তৃপ্তির এসব ছবি রিশেয়ার করেছেন তার প্রোফাইলে।

তবে ছুটি কেবল রোমান্সেই থেমে থাকেনি। তৃপ্তির স্টোরিতে দেখা গেছে চাট ও পানিপুরি খাওয়ার মুহূর্ত, যেখানে তিনি লিখেছেন—“Round 2”! ভক্তদের মধ্যে ছবিগুলো বেশ সাড়া ফেলেছে। আরেকটি ছবিতে তাকে দেখা যায় খোলা প্রকৃতির মাঝে নিঃশব্দ একান্ত চাহনিতে—যেন এক নতুন রূপে হাজির হয়েছেন তৃপ্তি।

উল্লেখযোগ্যভাবে, এটি প্রথম নয় যে তৃপ্তি ও স্যামকে একসঙ্গে দেখা গেল। এর আগে ফিনল্যান্ডে নববর্ষ উদযাপন, নর্দার্ন লাইটস দেখা, একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে নিয়মিত প্রতিক্রিয়া জানানো—সবই ইঙ্গিত দিয়েছে তাদের বিশেষ সম্পর্কের। এমনকি তৃপ্তির আসন্ন ছবি স্পিরিট-এর ট্রেলার প্রকাশের দিনেও স্যাম তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন।

সব মিলিয়ে তৃপ্তি দিমরি এখন কাজের সাফল্য আর ব্যক্তিগত আনন্দে ভাসছেন সুখের দুই জোয়ারে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৫১

আরো পড়ুন