Ridge Bangla

ফেব্রুয়ারির নির্বাচনে আপত্তি নেই, তবে যেনতেন নির্বাচন চায় না জামায়াত

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে জামায়াতে ইসলামী তার বিরোধিতা করবে না বলে জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়ে বলেন, “যেনতেন নির্বাচন আমরা চাই না।”

রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) আয়োজিত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

নায়েবে আমির বলেন, “নির্বাচিত সরকার দেশের অনেক সমস্যার সমাধান করতে পারে। তাই নির্বাচন প্রয়োজন। তবে ‘যেনতেন নির্বাচন চাই না’ মানে এই নয় যে আমরা নির্বাচনই চাই না। এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। যারা এমন নির্বাচন চান, আমরা তাদের সমর্থন করি না। অতীতে যারা এটা করেছে, তাদের আমরা বিতাড়িত করেছি।”

তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানান এবং বলেন, “মতপার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক। আমরা প্রচলিত পদ্ধতির পরিবর্তে ‘প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)’ পদ্ধতিতে নির্বাচন চাই—এটা আমাদের নীতিগত অবস্থান। তবে এর মানে নির্বাচন বানচাল নয়।”

সংলাপে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “বর্তমান নিরাপত্তা সংকট থেকে বের হতে হলে একটি নির্বাচন এবং নির্বাচিত সরকার জরুরি।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “যদি প্রয়োজনীয় সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচন করা হয়, তাহলে দেশে আবার গণঅভ্যুত্থান ঘটতে পারে।”

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৫

আরো পড়ুন