Ridge Bangla

বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন আমির খান

‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে খ্যাত বলিউড সুপারস্টার আমির খান এবার আন্তর্জাতিক মঞ্চে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে আগামী ১৪ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিতব্য ১৬তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)-এর প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

এই উৎসবে আমির খানের প্রশংসিত ছবি ‘তারে জমিন পার’ এর একটি বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর পর পরিচালক আরএস প্রসন্ন ও আমির খান অংশ নেবেন দর্শকদের সঙ্গে সরাসরি এক প্রশ্নোত্তর পর্বে। পাশাপাশি, এই আন্তর্জাতিক আয়োজনে নিজের দীর্ঘ ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমাগুলো নিয়েও একটি বিশেষ আলোচনায় অংশ নেবেন তিনি।

এই সম্মান প্রসঙ্গে আমির খান বলেন, “মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই উৎসব ভারতীয় সিনেমার বৈচিত্র্য ও গভীরতাকে উদযাপন করে। দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ এবং আমার প্রিয় কাজগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পাওয়া সত্যিই এক বিরল অভিজ্ঞতা।”

তিনি আরও বলেন, “‘তারে জমিন পার’ সিনেমাটি যে এত মানুষের হৃদয় ছুঁয়েছে, তা জেনে আমি কৃতজ্ঞ। বিশেষ শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে আমি নিজেও অনেক কিছু শিখেছি এবং মানসিকভাবে সমৃদ্ধ হয়েছি।”

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জমিন পার’ সিনেমায় আমির খান অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন। শৈশব, শিক্ষা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক জগতের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

আইএফএফএম-এ প্রধান অতিথি হিসেবে আমির খানের উপস্থিতি ভারতীয় সিনেমার আন্তর্জাতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উৎসব আয়োজকেরা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪১

আরো পড়ুন