Ridge Bangla

ধর্ষণের শিকার হয়ে লোকলজ্জার ভয়ে বিষপান, ১৫ দিন পর কিশোরীর মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে ধর্ষণের শিকার হয়ে লোকলজ্জার ভয়ে বিষপান করা এক কিশোরী (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (৫ জুলাই) দিবাগত রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ২১ জুন সন্ধ্যায় ওই কিশোরী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলপড়ুয়া ওই কিশোরী দাদির সঙ্গে দাদার বাড়িতে থাকত। প্রতিবেশী মোসলেম উদ্দিন (৫৮) নানা কৌশলে তাকে ধর্ষণ করত। বিষয়টি জানাজানি হলে সমাজের ভয়ে মেয়েটি নিজেকে শেষ করার চেষ্টা করে।

বিষপানের পর পরিবারের সদস্যরা প্রথমে তাকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মেয়েটি মৃত্যুবরণ করে।

এ ঘটনায় গত ৩০ জুন কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার অভিযোগ করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, নিহত কিশোরীর মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

 

 

এই পোস্টটি পাঠ হয়েছে: ৫৩

আরো পড়ুন