জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় তারা সহজে আপস করবে না। রোববার (৬ জুলাই) এক টেলিভিশন টক শোতে তিনি বলেন, “আমরা সহজে আপস করব না। এ কারণেই সময় লাগছে এবং এটি কঠিন হয়ে উঠেছে।”
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, টোকিও বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত জাপানি পণ্যের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি মোকাবিলা করছে।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি জাপানকে চিঠি লিখবেন যাতে বলা থাকবে—জাপানকে নির্ধারিত শুল্ক দিতে হবে, যা ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে। তিনি যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য সম্পর্ককে “অন্যায্য” বলে আখ্যায়িত করেন এবং বিশেষভাবে জাপানের প্রতি আহ্বান জানান, তারা যেন মার্কিন গাড়ি ও চাল আমদানির পরিমাণ বাড়ায়।
জাপান দ্রুততার সঙ্গে আলোচনার সমাধান চায়, কারণ আলোচনার নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে আগামী বুধবার (৯ জুলাই)। চুক্তি না হলে ১০ শতাংশ ভিত্তিগত শুল্কের পাশাপাশি বাড়তি শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা আরও বলেন, “আমরা মিত্র, তবে আমাদের যা বলা দরকার তা অবশ্যই বলবো। আমরা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টিকারী দেশ। আমাদেরকে অন্যদের সঙ্গে এক কাতারে রাখা ঠিক নয়।”