Ridge Bangla

কেন এত বড় ঝুঁকি নিলেন ‘রামায়ণ’ সিনেমার প্রযোজক?

বলিউডে শুরু হতে যাচ্ছে এক নতুন মহাযজ্ঞ—নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত হচ্ছে মেগাপ্রজেক্ট ‘রামায়ণ’, যা দুই পর্বে মুক্তি পাবে। পৌরাণিক এই মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, রাবণ চরিত্রে যশ, সীতা হিসেবে আছেন সাই পল্লবী এবং হনুমান রূপে থাকছেন সানি দেওল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির প্রথম পর্বেই ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি রুপি। বিশাল বাজেট, অত্যাধুনিক ভিএফএক্স, বিশদ সেট ডিজাইন এবং প্রামাণ্য পৌরাণিক উপস্থাপনা মিলিয়ে এটি হতে যাচ্ছে ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র। দ্বিতীয় পর্বের জন্য আরও ৭০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে দু’টি পর্বে মোট বাজেট দাঁড়াচ্ছে প্রায় ১,৬০০ কোটি রুপি।

তাহলে প্রযোজক নমিত মালহোত্রা কেন এই বিপুল বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন?

প্রজেক্টের ঘনিষ্ঠ সূত্রের মতে, নমিত মালহোত্রার কাছে ‘রামায়ণ’ কোনো সাধারণ চলচ্চিত্র নয়, বরং এটি একটি “মিশন”। তার লক্ষ্য—ভারতীয় সংস্কৃতি, ইতিহাস ও কাহিনিকে আন্তর্জাতিক মঞ্চে মর্যাদার সঙ্গে তুলে ধরা। এজন্য তিনি প্রোডাকশন ভ্যালু, ভিজ্যুয়াল ইফেক্ট বা কোনো শিল্পমানেই আপস করতে রাজি নন।

প্রযোজক মালহোত্রা বলেন, “ভারতের গল্পগুলো এত সমৃদ্ধ যে সেগুলোকে ঠিকভাবে উপস্থাপন করতে পারলে বিশ্বজুড়ে দর্শক তৈরি করা সম্ভব। আমি এটিকে ব্যয় নয়, বরং একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখছি।”

এরই মধ্যে ছবির প্রথম লুকের ভিডিও প্রকাশ পেয়েছে, যা ঘিরে দর্শক মহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা। ‘রামায়ণ’-এর প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে, আর দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে।

সবকিছু ঠিকঠাক চললে এই সিনেমাটি শুধু ভারতের সিনেমা ইতিহাসে নয়, আন্তর্জাতিক বাজারেও নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রাখছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪২

আরো পড়ুন