বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন গড়লেন এক অনন্য ইতিহাস। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি ‘হলিউড ওয়াক অফ ফেম ক্লাস অব ২০২৬’-এ জায়গা করে নিয়ে এই আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন। বুধবার (২ জুলাই) প্রকাশিত চূড়ান্ত তালিকায় দীপিকার নাম ঘোষণার পর বিশ্বব্যাপী ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
হলিউড চেম্বার অব কমার্স জানায়, চলতি বছরের ২০ জুন শত শত মনোনীত তারকার মধ্য থেকে ৩৫ জনকে বাছাই করা হয় এবং ২৫ জুন দেওয়া হয় চূড়ান্ত অনুমোদন। দীপিকার পাশাপাশি এ তালিকায় রয়েছেন হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী মারিয়ন কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী র্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং বিশ্ববিখ্যাত শেফ গর্ডন রামসে।
দীর্ঘদিন ধরেই দীপিকা পাড়ুকোনকে একটি ট্রেন্ড-সেটিং অভিনেত্রী হিসেবে দেখা হচ্ছে। ২০১৮ সালে তিনি স্থান পান টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়। শুধু ভারতীয় সিনেমা নয়, আন্তর্জাতিক অঙ্গনেও অভিনয় দক্ষতা, সৌন্দর্য ও ব্যক্তিত্ব দিয়ে দীপিকা প্রশংসিত হয়ে আসছেন।
২০১৭ সালে দীপিকার হলিউডে অভিষেক ঘটে “xXx: Return of Xander Cage” সিনেমার মাধ্যমে, যেখানে তার সহশিল্পী ছিলেন ভিন ডিজেল, নিনা ডবরেভ, ডনি ইয়েন, রুবি রোজ এবং স্যামুয়েল এল. জ্যাকসন। ছবিটি মুক্তির পর আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলে।
এইবার ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ নাম উঠার মধ্য দিয়ে দীপিকা পাড়ুকোন আন্তর্জাতিক ক্যারিয়ারে আরও একটি মাইলফলক অর্জন করলেন। এই স্বীকৃতি তার দীর্ঘদিনের পরিশ্রম, পেশাদারিত্ব ও প্রতিভার প্রমাণ—বলে মনে করছেন ভক্তরা। বলিউড এবং আন্তর্জাতিক মিডিয়ায়ও তার এই অর্জনকে ঘিরে প্রশংসা চলছে।