রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশরাফ আলী (৬০) ও নিহার (৪০)। তারা প্রতিদিনের মতো সড়কের পাশে পরিচ্ছন্নতার কাজ করছিলেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় চালক আবুল কাশেমকে আটক করে পুলিশ এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দায়িত্ব পালন করছিলেন আশরাফ ও নিহার। হঠাৎ করেই কাভার্ডভ্যানটি দিকভ্রান্ত হয়ে সড়কের পাশে উঠে তাদের চাপা দেয়। ঘটনাটি মুহূর্তেই এলাকার মানুষের মধ্যে শোক ও ক্ষোভের জন্ম দেয়।