Ridge Bangla

ইসরাইলকে ‘ধ্বংসাত্মক পরিণতির’ হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুর রহিম মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী সরকার (ইসরাইল) যদি আরেকবার ভুল পদক্ষেপ নেয়, তবে তাদের জন্য প্রস্তুত রয়েছে একটি শক্তিশালী ও ধ্বংসাত্মক সামরিক প্রতিশোধ।

শুক্রবার (৪ জুলাই) তেহরানে আয়োজিত প্রয়াত আইআরজিসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হোসেইন সালামির স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। খবর দিয়েছে ইরানি সংবাদ সংস্থা মেহের।

জেনারেল মুসাভি বলেন, ইসরাইলের দিক থেকে হামলা শুরু হওয়ার পর ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম নির্দেশে প্রতিশোধ পরিকল্পনা তৈরি করা হয়েছিল। যুদ্ধবিরতির কারণে সেটি তখন স্থগিত রাখা হলেও এখন তা তাৎক্ষণিক প্রয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত।

এই বক্তব্যের মাধ্যমে ইরান ভবিষ্যতে উত্তেজনা সৃষ্টি হলে কঠোর ও অপ্রত্যাশিত জবাব দেওয়ার বার্তা আবারও স্পষ্ট করল।

জেনারেল হোসেইন সালামিকে স্মরণ করে মুসাভি বলেন, ‘তার সাহস, দৃঢ়তা এবং সম্মুখসারিতে নির্ভীক উপস্থিতিই তার জীবনচর্যার পরিচায়ক ছিল—এই গুণগুলো তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত ধারণ করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘শত্রুর মুখোমুখি তিনি ছিলেন অনড়, আর বন্ধু ও সহকর্মীদের কাছে ছিলেন ভদ্র এবং উৎসাহী।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এমন একটি জাতি, যারা অন্যদের মতো নয়। ঐক্য ও দৃঢ়তার মাধ্যমে আপনারা শত্রুকে বারবার পিছু হটতে এবং আত্মসমর্পণে বাধ্য করেছেন।’

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন