Ridge Bangla

‘শাকিব খানকে ছোট করিনি, ভুল বোঝাবেন না’: জাহিদ হাসান

দেশের খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান সম্প্রতি ‘মেগাস্টার শাকিব খান’ বিশেষণ নিয়ে দেওয়া এক মন্তব্যের জেরে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “শাকিব খানকে শুধু শাকিব খান বললেই হয়। ‘মেগাস্টার’ বিশেষণটা তার জন্য কতটা ভালো না মন্দ জানি না, তবে শব্দটা কানে লাগে”।

এই মন্তব্যের পর শাকিব ভক্তদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। অনেকেই মনে করেন, জাহিদ হাসান ইচ্ছে করে শাকিব খানকে হেয় করেছেন। তবে বিষয়টি নিয়ে জল ঘোলা হওয়ার আগেই জাহিদ হাসান নিজের অবস্থান পরিষ্কার করেন।

এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি পাগল নাকি? শাকিব খান আমাদের সম্পদ। আমি নিজেই তো ছোট মানুষ, তাকে ছোট করব কেন? আমার কথাটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি কাউকে হেয় করতে চাইনি।”

তিনি আরও বলেন, “আমার আসল বক্তব্য ছিল—শাকিব খানের নামই যথেষ্ট। যেমন টম ক্রুজ, শাহরুখ খান বা ম্যারাডোনা—তাদের নামের সঙ্গে আর কোনো বিশেষণ লাগে না। শাকিবও ঠিক তেমনই। আমরা তার পাশে থাকব। ভুল বোঝাবুঝি তৈরি করে তাকে ছোট করে দেখা উচিত নয়।”

জাহিদ হাসান আরও বলেন, “আমার বক্তব্য ছিল, ‘মেগাস্টার’ বা অন্য কোনো বিশেষণ দেওয়ার দায়িত্ব দর্শকের। মার্কেটিংয়ের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে তারকা হওয়া উচিত। আমি চাই সব সিনেমা চলুক—‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ঈশা মার্ডার’, ‘নীলচক্র’ কিংবা ‘ইনসাফ’—সবই আমাদের সিনেমা”।

তার ব্যাখ্যার পর শাকিব ভক্তদের অনেকেই বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছেন। ভুল বোঝাবুঝির অবসান ঘটছে বলেও মনে করছেন অনেকে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন