Ridge Bangla

চিরঞ্জীবী-নাগার্জুনের ‘ক্রাশ’ রাশমিকা

‘অ্যানিমেল’ ও ‘পুষ্পা টু’–এর পর আরেকটি ব্লকবাস্টার সিনেমা নিয়ে হাজির হয়েছেন রাশমিকা মান্দানা। ২০ জুন মুক্তি পাওয়া তামিল-তেলুগু সিনেমা ‘কুবেরা’ প্রথম সপ্তাহেই ১০০ কোটির ঘর ছুঁয়েছে। সিনেমাটির সাফল্য উদ্যাপনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাশমিকাকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন দক্ষিণী দুই কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী ও নাগার্জুন।

অনুষ্ঠানে রাশমিকাকে উদ্দেশ করে নাগার্জুন বলেন, “পর্দায় রাশমিকাকে দেখে বারবার মনে পড়ছিল ‘ক্ষণা ক্ষণম’ সিনেমার শ্রীদেবীর কথা। সত্যিই অসাধারণ। ‘পুষ্পা’ সিনেমা থেকে সে ‘ন্যাশনাল ক্রাশ’ হয়েছে, এতে কোনো বিস্ময় নেই। ‘কুবেরা’তেও সে দুর্দান্ত অভিনয় করেছে। এখন সে আমার ক্রাশও।”

চিরঞ্জীবী তার বক্তব্যে বলেন, “নাগ যেন আমার মনের কথা বলে দিয়েছে। রাশমিকা শুধু সবার ক্রাশ নয়, সে আমারও ক্রাশ।” সিনিয়র দুই তারকার এমন উচ্ছ্বসিত প্রশংসায় রাশমিকা মুগ্ধ হয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলেন।

এর আগে এক প্রচারণা অনুষ্ঠানে নাগার্জুন বলেন, “এই মেয়েটি প্রতিভার এক পাওয়ারহাউস। তার গত কয়েক বছরের সিনেমার তালিকা দেখলে শুধু বলা যায়—অসাধারণ। আমরা কেউই দুই-তিন হাজার কোটি বক্স অফিসের নায়ক নই। কিন্তু এই মেয়েটা আমাদের সবাইকে ছাড়িয়ে গেছে।”

‘কুবেরা’ সিনেমায় রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন ধানুশ ও নাগার্জুন। সিনেমাটি পরিচালনা করেছেন শেখর কাম্মুলা। সমালোচক ও দর্শকদের প্রশংসায় ভাসছে ছবিটি, এবং রাশমিকার অভিনয়কে বলা হচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন