Ridge Bangla

জুলাই নিয়ে গান বানাচ্ছেন তাসরিফ খান, অংশ নেবেন ভক্তরাও

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন একটি গান তৈরি করছেন জনপ্রিয় গায়ক তাসরিফ খান। এই বিশেষ গানের লিরিকস লেখায় অংশ নিতে পারবেন তার ভক্তরাও। শুক্রবার (৪ জুলাই) নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তাসরিফ।

পোস্টে তিনি লেখেন, “জুলাই নিয়ে গান বানাচ্ছি। যে গানের লিরিকস লিখবেন আপনারা। জুলাইয়ের স্লোগান কিংবা আপনার মনোভাব, মতামত—এক শব্দে হোক বা এক লাইন বা কয়েক লাইনে যা-ই হোক, কমেন্ট বক্সে লিখে যান।”

তিনি আরও জানান, “আপনাদের লেখা থেকে শব্দ বা লাইন বেছে নেব। যাদের লেখা থেকে যেটা নেওয়া হবে, সেটা গানের ভিডিওতে ক্রেডিট হিসেবে দেখানো হবে। গানের নাম হবে ‘জুলাই’, আর লিরিকসে থাকবে বাংলাদেশ।”

এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই ইতোমধ্যে মন্তব্যে তাদের লেখা ও ভাবনা জমা দিতে শুরু করেছেন। পোস্টের নিচে ভেসে উঠছে জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে লেখা নানা স্লোগান ও আবেগঘন লাইন।

তাসরিফ বলেন, “জুলাই বাঙালির অধিকার আদায়ের আরেক নাম। সেই চেতনাকে ধারণ করেই গানটি করতে চাই। আর সেই জায়গায় মানুষের মনের কথা, তাদের ভাষা থাকুক—এটাই আমার ইচ্ছা।”

উল্লেখ্য, মাত্র গত মাসেই মুক্তি পেয়েছে তাসরিফের নতুন গান ‘পাহাড় যাব’, যেখানে তিনি দীর্ঘ আট বছর পর জিসান খান শুভর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে।

নতুন গান ‘জুলাই’ নিয়েও শ্রোতা-ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৭

আরো পড়ুন