ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর (কান্দিপাড়া) গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গ্রামের কৃষক মোস্তফা (৪৫) ও তার সাত বছর বয়সী ছেলে তাইয়ুব।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের জমিতে আমন ধানের বীজ রোপণের জন্য মাঠে যান মোস্তফা। তার পেছনে খেলতে খেলতে যায় ছোট ছেলে তাইয়ুবও। বীজতলায় কাজ শুরুর কিছুক্ষণ পর আকাশে ঘন মেঘ জমে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তখন পিতা-পুত্র জমির পাশে একটি গাছের নিচে আশ্রয় নেন। ঠিক সেই সময় বজ্রপাত তাদের ওপর পড়ে।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তাদের মৃত্যু ঘটে। পরে তাদের মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
প্রতিবছর বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। কৃষিকাজের সময় মাঠে বা উন্মুক্ত স্থানে থাকা ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।