Ridge Bangla

খালেদা জিয়াকে উপহার দিতে উখিয়ায় তৈরি হচ্ছে রাজকীয় চেয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্মান জানাতে কক্সবাজারের উখিয়ায় তৈরি করা হচ্ছে একটি রাজকীয় চেয়ার। উচ্চতায় ৭ ফুট ৩ ইঞ্চি বিশিষ্ট এই চেয়ারে থাকছে দৃষ্টিনন্দন কারুকাজ। একইসঙ্গে বিএনপির শীর্ষ তিন নেতা—তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদ—এর জন্য আরও তিনটি চেয়ার তৈরি করা হচ্ছে।

এই উদ্যোগ নিয়েছেন উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী বাজার এলাকার বাসিন্দা এবং স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন। তিনি জানান, রাজনৈতিক শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছেন।

জয়নাল আবেদীন বলেন, “২০১৭ সালে বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে উখিয়ায় আসেন। সেদিন কাছ থেকে তাঁকে দেখার সুযোগ হয়েছিল। তখন থেকেই ইচ্ছা ছিল তাকে একটি বিশেষ উপহার দেওয়ার। সেই চিন্তা থেকেই রাজকীয় চেয়ার তৈরির কাজ শুরু করি।”

প্রধান চেয়ারের কাঠামো তৈরি হচ্ছে উন্নতমানের সেগুন কাঠ দিয়ে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ লাখ টাকা। বাকি তিনটি চেয়ারের প্রতিটির জন্য খরচ হবে প্রায় ৮০ হাজার টাকা। ইতোমধ্যেই কাঠ ও খোদাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে, শিগগিরই শুরু হবে রঙের কাজ। পুরো প্রক্রিয়ায় সাতজন কারিগর যুক্ত রয়েছেন, যাদের মধ্যে তিনজন চট্টগ্রাম থেকে আনা হয়েছে বিশেষ কারুকাজের জন্য।

জয়নাল জানান, আগস্ট মাসেই চেয়ারগুলো ট্রাকে করে ঢাকায় পাঠানো হবে। তবে যদি বেগম জিয়া উপহার গ্রহণ না করেন, তাহলে তিনি চেয়ারগুলো নিজ বাড়িতে সংরক্ষণ করবেন।

এ বিষয়ে উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী বলেন, “জয়নাল একজন পরীক্ষিত ত্যাগী নেতা। আওয়ামী লীগ আমলে তিনি ১২টি মামলায় জেল খেটেছেন। তার এই উদ্যোগ ভালোবাসা ও দলের প্রতি দায়বদ্ধতার প্রকাশ।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪১

আরো পড়ুন