Ridge Bangla

কাশ্মিরে গুলিতে ভারতীয় সেনা সদস্যেরর মৃত্যু

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে এক ভারতীয় সেনাসদস্যের মৃত্যু হয়েছে। রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পে নিজের অস্ত্র থেকে ছোড়া গুলিতে ওই সদস্য নিহত হন। তবে এটি আত্মহত্যা না কি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রবিবার (৬ জুলাই) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হঠাৎ গুলির শব্দ শুনে অন্যান্য সেনারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা ওই সদস্যকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কীভাবে গুলি ছোড়া হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এটি আত্মহত্যা, দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ—তা নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

উল্লেখ্য, কাশ্মিরের সেনা ক্যাম্পগুলোতে এ ধরনের ঘটনা নতুন নয়। অতীতেও আত্মহত্যা এবং দুর্ঘটনাজনিত গুলিতে সেনাসদস্য নিহত হওয়ার নজির রয়েছে। কিছু ঘটনায় মানসিক চাপ ও অপারেশনাল ক্লান্তিকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৪

আরো পড়ুন