নারীর জীবনে মাতৃত্ব এক পরিপূর্ণ অনুভূতির নাম—এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের পরিচিত মুখ ও নৃত্যশিল্পী ভাবনা রামান্না। বিয়ে না করেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ৪০-পার অভিনেত্রী। বর্তমানে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা এবং আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে সন্তান ধারণ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, “বিয়ে আমার কাছে কখনো গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু মা হওয়ার ইচ্ছা বহুদিনের। সে কারণেই অন্য পথ খুঁজেছি।”
তবে তার এই যাত্রা সহজ ছিল না। অনেক ক্লিনিক এবং চিকিৎসক শুরুতে তার একা মাতৃত্বের সিদ্ধান্তে সায় দেননি। তবে নিজের সিদ্ধান্তে অটল থেকে শেষ পর্যন্ত সাফল্য পান তিনি। “আমি হাল ছাড়িনি,” বলেন ভাবনা। “আজ আমি যাদের সহযোগিতায় মা হতে পারছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “আগে সমাজ ও আইন একা নারীর মাতৃত্বকে বাধা দিত। কিন্তু এখন সময় বদলেছে, আমি সেই সুযোগ কাজে লাগিয়েছি।”
ভাবনার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সহকর্মী, ভক্ত ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা। তিনি বলেন, “আমি খুব আনন্দিত, সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার পাশে থাকার জন্য। এখন শুধু অপেক্ষা, আমার সন্তানের সঙ্গে প্রথমবারের মতো দেখা হওয়ার।”
ভাবনা রামান্নার এই সাহসিকতা সমাজে এক নতুন বার্তা দিল—একজন নারী তার জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন, এবং মাতৃত্ব অর্জনের জন্য তাকে কোনো নির্দিষ্ট রীতিতে আবদ্ধ থাকতে হবে না।