মৌলভীবাজারের জুড়ী উপজেলার এলবিনটিলা চা বাগান থেকে এক চা-শ্রমিক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন দিলীপ বুনারজি (৪৭) এবং তার স্ত্রী সারি বুনারজি (৩৮)। শনিবার (৫ জুলাই) সকালে নিজ বাড়ির আঙিনায় তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকালবেলা তাদের ছোট ছেলে লিটন ঘুম থেকে উঠে প্রথমে মাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বাইরে বেরিয়ে এসে রাস্তার পাশে বাবাকেও একই অবস্থায় পান। প্রতিবেশীরা এসে দুজনেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
চা-শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ দম্পতি অনেকদিন ধরেই বাগানে কাজ করতেন। পরিবারটি খুব সাধারণ, তেমন কোনো ঝামেলা ছিল না বলেই জানতাম।’’
পরে পুলিশকে খবর দেওয়া হলে জুড়ী থানা থেকে একটি দল ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘‘ঘটনাস্থল থেকে একটি খালি বোতল উদ্ধার করা হয়েছে এবং মৃতদেহের মুখে দুর্গন্ধ পাওয়া গেছে। এসব আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’
জানা গেছে, ওই দম্পতির তিন সন্তান রয়েছে। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে দাদার বাড়িতে থাকেন, আর ছোট ছেলে লিটন মা-বাবার সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।