ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মাওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ। এই সিদ্ধান্ত আগামীকাল সোমবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে।
আজ রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের ৩৫৯তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে।
পর্ষদ সভা শেষে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাংকের সার্বিক চিত্র পর্যালোচনার জন্য গঠিত চারটি অডিট কমিটির সাময়িক প্রতিবেদনে দেখা গেছে, অধিকাংশ অনিয়মে মুনিরুল মাওলার প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। এ কারণে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
বিশেষ করে চট্টগ্রামের ব্যবসায়ী এস আলম গ্রুপের বিতর্কিত ঋণ জালিয়াতির সঙ্গে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়েছে বলে জানা গেছে। এই ইস্যুতে ইসলামী ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র জানায়, ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাকে অপসারণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংক কার্যত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়, যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর কারণে সম্ভব হয়েছিল বলে অভিযোগ রয়েছে।