Ridge Bangla

জানা গেল ভাইরাল এই ছবির আসল রহস্য

জানা গেল ভাইরাল এই ছবির আসল রহস্য

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে সম্প্রতি তৈরি হয়েছে বিভ্রান্তি ও গুজব। ছবিতে দেখা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস করমর্দন করছেন। সেই ছবির ক্যাপশনে দাবি করা হয়, ড. ইউনূস ইসরায়েলকে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন।

তবে যাচাই করে জানা গেছে, এটি একটি এডিট করা ছবি। আসল ছবিটি ২০২৩ সালের ১৮ মে প্রকাশিত হয়। ছবিতে ড. ইউনূস পর্তুগালের পোর্তো নগরীতে অনুষ্ঠিত ‘সাসটেইনেবিলিটি অ্যান্ড সোসাইটি ফোরাম’-এ দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজার সঙ্গে বৈঠক করেন। সেই ছবির প্রেসিডেন্টের মুখমণ্ডল ডিজিটালি পরিবর্তন করে সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখ বসানো হয়েছে।

এর আগেও ২০২৩ সালের জানুয়ারিতে একই দাবি করে গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু ফ্যাক্টচেক সংস্থা ‘রিউমর স্ক্যানার’ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লায়র হাইয়াতের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করে, ইসরায়েলকে ১০০ কোটি টাকা অনুদানের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। একইসঙ্গে ইউনূস সেন্টার থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, এমন কোনো অনুদানের ঘটনা ঘটেনি।

এই ঘটনায় যখন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তখন গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও বর্বরতা থামছে না। রোববারও (৬ এপ্রিল) ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও প্রায় ৫০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের ওপর এই গণহত্যার প্রতিবাদে এবং সংহতি প্রকাশে আজ সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে।

আরো পড়ুন