ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে সাত টাকার ইনজেকশন ৩৫০ টাকায় বিক্রির অভিযোগে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২ জুলাই) দুপুরে শহরের কুমারশীল মোড় এলাকার জান্নাত ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, দুই দিন আগে এক ভোক্তা মুফতি কামরুল হাসান রাতের বেলা ওই ফার্মেসি থেকে একটি ইনজেকশন কিনতে গেলে ফার্মেসির কর্মচারী তার কাছ থেকে ৩৫০ টাকা দাবি করেন। অথচ ইনজেকশনটির প্রকৃত মূল্য ছিল মাত্র ৭ টাকা ৫০ পয়সা। বিষয়টি জানার পর ক্রেতা ক্রয় রসিদ চাইলে কোনো বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয় ফার্মেসি।
ঘটনার প্রতিবাদে ওই ক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন, যা ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রশাসনের। পরবর্তীতে সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সঙ্গে ফার্মেসিকে সতর্ক করে ভবিষ্যতে অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, জনগণের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।