Ridge Bangla

ক্যান্সারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা

ayushmann khurrana cancer

দ্বিতীয়বারের মতো ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। লেখিকা ও পরিচালক হিসেবে পরিচিত তাহিরা সোমবার (৭ এপ্রিল) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজেই এই খবর জানান।

পোস্টে তিনি লেখেন, “সাত বছর ধরে নিয়মিত স্ক্রিনিংয়ের পর বুঝতে পারি, নিয়মিত ম্যামোগ্রাম করানো কতটা প্রয়োজনীয়। আমি সবাইকে একই পরামর্শ দিতে চাই। আমার জন্য এখন দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে, এবং এখনও এই রোগের সঙ্গে লড়াই করছি।”

তাহিরা আরও লেখেন, “যখন জীবন তোমার দিকে লেবু ছুড়ে দেয়, তখন তাড়াহুড়ো না করে শান্তভাবে সেটাকে প্রিয় ‘কালা খাট্টা’ সরবতে পরিণত করো, আর খুশি মনে তা চুমুক দাও। কারণ, যদি তুমি একবার সাহসিকতার সঙ্গে কিছু গ্রহণ করতে পারো, তবে দ্বিতীয়বার তুমি জানো, তুমি আবারও তোমার সেরাটা দিতে পারবে।”

তাহিরার এই সাহসী পোস্টে তার প্রতি ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন অনেকেই। স্বামী আয়ুষ্মান খুরানা মন্তব্য করেছেন, “আমার হিরো”, সঙ্গে দিয়েছেন একটি লাল হৃদয় ও অশ্রুসজল ইমোজি।

প্রযোজক গুণীত মোঙ্গা মন্তব্য করেন, “ভালোবাসি তোমাকে। এই সময়টাও পেরিয়ে যাবে। তুমি লড়াই জিতে ফিরবে।”

ক্যান্সার জয়ী অভিনেত্রী সোনালি বেন্দ্রে লেখেন, “কিছু বলার নেই। অনেক ভালোবাসা ও প্রার্থনা রইল তোমার জন্য।”

তাহিরা কাশ্যপ ২০১৮ সালেও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সেবার সফল চিকিৎসার মাধ্যমে তিনি ক্যান্সার জয় করে ফিরে এসেছিলেন। এবারও সেই লড়াইয়ে জয়ী হয়ে তিনি আবারও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠবেন—এই প্রত্যাশা ভক্ত ও সহকর্মীদের।

আরো পড়ুন