জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ এবং শিক্ষাবৃত্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে ড. ইউনূস জাপানকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যায়িত করে বলেন, “অনেক তরুণ জাপানে কাজ করতে আগ্রহী, কিন্তু ভাষাজনিত প্রতিবন্ধকতা একটি বড় বাধা। জাপানি শিক্ষকরা বাংলাদেশে এসে অথবা অনলাইনে স্থানীয় তরুণদের জাপানি ভাষা ও কর্মস্থলের আচরণ শেখাতে পারেন।”
তিনি রোহিঙ্গা শিবিরে বেড়ে ওঠা তরুণদের হতাশা এবং ক্ষোভ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া তিনি মাতারবাড়ি প্রকল্প, সমুদ্রভিত্তিক অর্থনীতির সম্ভাবনা, আইসিটি, বিচারব্যবস্থা ও স্বাস্থ্যখাতে জাপানের সহায়তার কথা তুলে ধরেন এবং ওডিএ (Official Development Assistance) সীমা ৩০০ বিলিয়ন ইয়েন থেকে ৪৫০ বিলিয়ন ইয়েনে উন্নীত করার প্রস্তাব দেন।
মিয়াজাকি কাতসুরা জানান, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। নারীদের খেলাধুলা, মানবসম্পদ উন্নয়ন, রেলপথ, অর্থনৈতিক সংস্কার এবং তরুণদের বৃত্তি প্রসারে জাপান আরও সক্রিয় ভূমিকা নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সবসময় জাপানের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”