সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পুলিশের সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত ৯৪৪ জন এবং অন্যান্য অভিযোগে আরও ৪৯৯ জন রয়েছেন। এ ছাড়া অভিযান চলাকালে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং নানা অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এআইজি ইনামুল হক সাগর জানান, “পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে মামলার পলাতক আসামিদের ধরতে ও ওয়ারেন্ট তামিলে অভিযান আরও জোরদার করা হবে।” তিনি আরও বলেন, “দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।”